সিরিয়ার তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন: যুক্তরাষ্ট্রকে দামেস্ক

0
সিরিয়ার তেল চুরি করায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। একইসঙ্গে দেশটিতে থেকে সেনা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ আহ্বান করা হয়।

 

শনিবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ে ওই টুইট বার্তা লিখেছে, সিরিয়ায় অবৈধভাবে মোতায়েনকৃত মার্কিন সেনারা দেশটির তেল চুরি করে প্রতিবেশী ইরাকে নিয়ে যাচ্ছে। আমেরিকা এর মাধ্যমে উপনিবেশবাদী যুগে ফিরে যেতে চাচ্ছে।

 

সিরিয়া থেকে তেল চুরি করে ইরাকে নিয়ে যাওয়ার মার্কিন অপকর্মের নিন্দা জানানোর জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছে। সিরিয়ার তেল চুরির ঘটনা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষিত নীতিমালা পরিপন্থি বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

 

মন্ত্রণালয় বলছে, সিরিয়ার তেল সম্পদ লুট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার অধিকারও দামেস্ক সংরক্ষণ করে। সিরিয়ায় তৎপর সশস্ত্র কুর্দি গোষ্ঠী এসডিএফের সহযোগিতায় দেশটি গত কয়েক সপ্তাহে সিরিয়ার তেল লুট করার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com