পুলিশের গুলিতে নিহত শাওনের বাড়িতে যাচ্ছেন বিএনপি মহাসচিব

0

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের বাড়ি যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা থেকে রওয়ানা হয়ে নারায়ণগঞ্জের নবীনগর বাজারে শাওনের বাড়িতে যাচ্ছেন তিনি।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নিহত শাওনের জানাজার নামাজ বাদ জুমা অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিবসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা নিহতের বাড়ি যাওয়ার কথা রয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অন্যান্যরাও যাচ্ছেন।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সেসব নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com