টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

0

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের প্রায় সবাই রয়েছে এবারের দলে, বাদ পড়েছেন শুধু স্পিনার মিচেল সোয়েপসন, স্কোয়াডে তার জায়গা নিয়েছেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিড।

টিম ডেভিড ১৯৯৬ সালে সিঙ্গাপুরে জন্ম নেন। দেশটির হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ২০১৭ সালে বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ঝড়ো ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন তিনি। এই বছরের আইপিএলে ১.১ মিলিয়ন ডলার খরচায় তাকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন অভিষেক হয়নি তার, তবে টি-টোয়েন্টিতে তার মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে বিশ্বকাপের দলে ডাক পেয়ে গেলেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৪ টি-টোয়েন্টি খেলে ২,৫৫৬ রান করেছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com