বিএনপি-জামায়াত মাঝে মাঝে একে অপরকে ছেড়ে যাওয়ার নাটক করে: কাদের
জামায়াত ও বিএনপি মাঝে মাঝে অভিমান করে (একে অপরকে) ছেড়ে যাওয়ার নাটক করলেও ভিতরে ভিতরে তাদের গলায় গলায় খাতির বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর বহু স্বপ্ন ছিল। সেই স্বপ্নের একটা তিনি নিজেই বাস্তবে রূপ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। আমার বিশ্বাস, আল্লাহ স্বাধীনতার জন্য একজনকে এবং অর্থনীতির মুক্তির জন্য পৃথিবীতে আরেকজনকে পাঠিয়েছেন (বঙ্গবন্ধু ও শেখ হাসিনা)। বাংলাদেশে যা কল্যাণকর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। শেখ হাসিনার হাত ধরে এত স্বল্প সময়ে এত উন্নয়ন হয়েছে যা পৃথিবীতে বিরল।’