রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, সাহস থাকলে রাজপথ দখল করেন: বিএনপি’কে মায়া

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির তিনটি উপাধি রয়েছে। এরা দুষ্কৃতকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। তারা মিথ্যাবাদী ও নালিশি পার্টি। এগুলোর ওপর ভর করে বিএনপি নেতারা মানুষকে বিভ্রান্ত করছে।

শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি ২১ বার হামলা করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জানে শেখ হাসিনা বেঁচে থাকলে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা বলেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। সাহস থাকলে রাজপথ দখল করেন। মনে রাখবেন রাজপথে আওয়ামী লীগের জন্ম। আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com