মিন্টুর গাড়ি বহরে হামলা-ভাঙচুর: উল্টো মিন্টুসহ ৩৪৪ জনের বিরুদ্ধে মামলা
ফেনীর দাগনভূঞায় ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে মহাসড়কে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আলাইয়ারপুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তবে এ হামলায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
এ দিকে আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধায় পৌর শহরে নির্ধারিত দলীয় কর্মসূচি বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি। একপর্যায়ে আলাইয়ারপুরে আবদুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে ছাত্রলীগের পাল্টা কর্মসূচি ঘোষণায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বের হলে পথে পথে বাধা ও হামলার শিকার হন।
উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানিয়েছেন, সোমবার রাত থেকে পৌর শহরে মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। থেমে থেমে বিভিন্ন এলাকায় বোমার বিস্ফোরণ ঘটে। সোমবার রাতে কয়েকজন নেতার বাড়িতে হামলা, মারধর করা হয়। মঙ্গলবার সকাল থেকে বিএনপির কর্মসূচিতে আসার পথে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে তার দাবি।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির কর্মসূচিকে ঘিরে ফেনীসহ সারা দেশে সরকার দলীয় সন্ত্রাসীরা তাণ্ডবলীলা চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট চালাচ্ছে। ফেনীতেও দলীয় কর্মসূচিতে আসার পথে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মারধর করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হবে। তিনি বলেন, এ সরকারকে আর বেশি দিন সময় দেয়া যায় না। জনগণ যেভাবে জেগে উঠেছে সরকার ও তাদের দলীয় নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে হামলা-মামলার পথ বেছে নিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিন্টু তার গাড়ি বহরে হামলার জন্য সরকার দলীয় নেতাকর্মীদের দায়ী করেছেন। ওই গাড়িতে তার ব্যক্তিগত স্টাফরা ছিলেন বলে জানান। এদের মধ্যে চার-পাঁচজন আহত হয়েছেন।
সোনাগাজীর ঘটনায় মিন্টুসহ ৩৪৪ জনের বিরুদ্ধে পুলিশের দুটি মামলা