বিএনপিকে রাজপথে নামতে দেওয়া হবে না: আ.জ.ম. নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ফের জ্বালাও পোড়াও করলে তাদের কিছুতেই রাজপথে নামতে দেওয়া হবে না।
গতকাল সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন উপলক্ষে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে নিমতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আন্দোলন যেকোনো দল করতে পারে, তবে তা যৌক্তিত ও গণতান্ত্রিক পন্থায় হতে হবে। রাজপথেই তাদের বিরুদ্ধে অবস্থান নেব।