বিএনপিকে এক এক করে দলগুলো তালাক দিচ্ছে: নানক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি বলে ভয় পেয়ে আমরা তটস্থ হয়ে গেছি। কোথায় সেটা বলুন মির্জা ফখরুল? আপনারা যদি ১০ কিংবা ৫০ জনকে জনগণ মনে করেন তাহলে ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। কেবল শুরু হয়েছে, এক এক করে দলগুলো (জোটের) আপনাদের বিদায় দিচ্ছে। আপনাদের তালাক দিয়ে দিচ্ছে। দলের ভেতরের তালাক যখন শুরু হয়ে যাবে তখন মির্জা ফখরুল দিশাও পাবেন না। দলের ভেতরে যারা মুক্তিযুদ্ধের শক্তি রয়েছে তারাও খালেদা-তারেককে তালাক দিয়ে বের হয়ে যাওয়ার সময় হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সোমবার (২৯ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।