জনগণের রায় নিয়েই আ.লীগ ক্ষমতায়: লিটন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিএনপির ফর্মুলা অনুযায়ী বাংলার মাটিতে আর কোনও নির্বাচন হবে না, আদালত রায় দিয়েছে, দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। বিশ্বের উন্নত দেশগুলোর মতোই ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে। নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সুন্দর হয় সে ব্যবস্থা সরকার গ্রহণ করবে। আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসে। আওয়ামী লীগ কখনও চোরাপথে ক্ষমতায় আসেনি।’
মেয়র লিটন আরও বলেন,‘আগামী ১ সেপ্টেম্বর বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপি অরাজক পরিস্থিতির চেষ্টা করলে রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
গতকাল সোমবার (২৯ আগস্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান।