বিএনপি-জামায়াত দেশকে অচল করে দিতে চায়: নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত কথায় কথায় বাংলাদেশকে অচল করে দিতে চায়। এরা চায় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে ও দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়। আমরা আর দেশে এদের খুন, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি করতে দেবো না।
গতকাল সোমবার (২৯ আগষ্ট) রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন অগ্রগতি ও শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরা সবসময় দেশে আঘাত আনতে চায়। এরা কখনো চায় না দেশের উন্নতি হোক। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।