বিএনপি-জামায়াত দেশকে অচল করে দিতে চায়: নাছিম

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত কথায় কথায় বাংলাদেশকে অচল করে দিতে চায়। এরা চায় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে ও দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়। আমরা আর দেশে এদের খুন, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি করতে দেবো না।

গতকাল সোমবার (২৯ আগষ্ট) রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন অগ্রগতি ও শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরা সবসময় দেশে আঘাত আনতে চায়। এরা কখনো চায় না দেশের উন্নতি হোক। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com