রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই আওয়ামী লীগকে প্রতিহত করা হবে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাঁচি-মরি জনগণের জন্য গণতন্ত্রের আন্দোলন চলবে। দমন-নিপীড়ন করে এ আন্দোলন ঠেকানো যাবে না।
রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই আওয়ামী লীগকে প্রতিহত করা হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে হামলাসহ বিএনপি নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গতকাল সোমবার (২৯ আগস্ট) বিকেলে যশোর লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।