স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তি দিবাস্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন ভেঙে দিতে হবে: আমু

0

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিকে ঐক্যবদ্ধ করে চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে যারা দেশকে নব্য পাকিস্তান বানানোর দিবাস্বপ্ন দেখছে তাদের স্বপ্ন ভেঙে দিতে হবে।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। তাদের দিবাস্বপ্ন ভেঙে দিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (২৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমির হোসেন আমু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকে জাতীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবি তুলছেন। যে যত কথাই বলুক না কেন সংবিধানের বিকল্প কিছু হতে পারে না। নির্বাচন সংবিধান মেনেই হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com