সরকার নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে মানুষকে বেকায়দায় ফেলে দিয়েছে: আব্দুল আউয়াল মিন্টু
‘বাংলাদেশে বর্তমানে কোনো বৈধ সরকার নেই। আমরা এ অবৈধ সরকারকে মানি না। এ অবৈধ সরকার আমাদের নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে মানুষকে বেকায়দায় ফেলে দিয়েছে। আমরা এ অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে বলে তারা আমাদের সাথে প্রতারণা করেছেন।’
সোমবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় ফেনীর সোনাগাজীতে বিএনপি কতৃর্ক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিকেল ৩টায় সরকার দলীয়দের শত বাধা উপেক্ষা করে সোনাগাজী পৌর শহরের পশ্চিম পাশে ভৈরব রাস্তার মাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভুঞার সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু।