ফেনীর সোনাগাজীতে বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

0

ফেনীর সোনাগাজীতে সোমবার বিকেলে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঠেকাতে ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দু‘দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সকালে পৌর শহর ঘুরে দেখা গেছে, সকাল থেকে পৌর শহরের বেশিরভাগ দোকান-পাট বন্ধ। সড়কে মানুষের চলাচলও অন্য দিনের তুলনায় কম। এদিকে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আজ বেলা ৩টার দিকে পৌর শহরের আল-হেলাল একাডেমি সংলগ্ন গোবাজার মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সমন্বয়ক আকবর হোসেন উপস্থিত থাকবেন।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দু‘জন বিএনপি নেতা হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। এ কর্মসূচিকে সফল করার জন্য এক সপ্তাহ ধরে গণসংযোগ করা হয়েছে। এর মধ্যে হঠাৎ ছাত্রলীগের কর্মসূচির কথা শোনা যাচ্ছে। তাদের কর্মসূচি সকালে আর বিএনপির কর্মসূচি বিকেলে। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে ঠেকাতে চাইলে রাজপথে তাদের কঠিন জবাব দেয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com