মিথ্যা-ষড়যন্ত্র আর নালিশ হলো বিএনপির মূল কাজ: মায়া

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি হলো নালিশি দল। তারা সকাল-বিকাল শুধু পায়ে ধরে। পায়ে ধরার দল হলো এইটা। আর ষড়যন্ত্র করে। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না।’

সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা পল্টন ও নয়াপল্টন দুই জায়গায় বসে একই বক্তব্য দিতে থাকে। বলতে থাকে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। এছাড়া আর কোনো কথা তারা বলে না।’

জামায়াতে ইসলামীর বিএনপি জোট ছাড়ার প্রসঙ্গে মায়া বলেন, ‘বিএনপিকে তালাক দিয়ে একজন চলে গেছে। তারা বলে, আগেই আমরা তালাক দিয়ে দিয়েছি। বুঝলেন তো কারা? তাদের নাম আমি মুখে আনতে চাই না।’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। দেশের মানুষের দোয়ায় আল্লাহ সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। কিন্তু আইভি আপাসহ ২২ জনকে সেদিন তারা হত্যা করেছে। জিয়া পরিবার হলো খুনির পরিবার, সন্ত্রাসীর পরিবার।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com