সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাট চলতে থাকলে দেশ অচিরেই শ্রীলঙ্কা হবে: শাহাদাত

0

সরকারের পদত্যাগ দাবি করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দ্রুত পদত্যাগ করুন। জনগণ কেঁপে উঠেছে। নিত্য ও প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে মানুষের মনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা চাই বাংলাদেশ শ্রীলঙ্কার অবস্থার দিকে না যাক। কিন্তু সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাট চলতে থাকলে এই দেশকে অচিরেই শ্রীলঙ্কার পরিণতি ভোগ করতে হবে।

রোববার (২৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী কাঁচাবাজার মোড়ে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই নেতা। এসময় জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় নূরে আলম ও আবদুর রহমান মৃত্যুর প্রতিবাদে মিছিল করা হয়।

তিনি আরও বলেন, যারা দেশের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই সব লুটপাটকারীর জনতার আদালতে বিচার হবে। দুর্নীতি দুঃশাসন করে কেউ রেহাই পাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com