রাজনীতির নামে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের উন্নয়ন কাজে বাধা দিলে এবং রাজনীতির নামে বিএনপি-জামায়াত জোট বিশৃঙ্খলা করলে তাদের উপযুক্ত জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২৮ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
জাহিদ মালেক বলেন, এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা ও দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল। সেই গোষ্ঠী পাকিস্তানের দোসর রাজাকার-আলবদর বিএনপির-জামায়াত জোট। তারাই এই দেশের স্বাধীনতা চায় না, বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তি চায় না। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল।