আ.লীগ রাতের আঁধারে ভোট চুরি করে স্বৈরশাসক এরশাদকেও হার মানিয়েছে: শামা ওবায়েদ
‘আওয়ামী লীগ রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। এ সরকার স্বৈরশাসক এরশাদকেও হার মানিয়েছে।
দেশে আজ তেলের দাম ও বাস ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। ’
শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শামা ওবায়েদ বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দুবেলা খেতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। এ সরকারের পতন না ঘটা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। এ দেশের সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি, ভোটচোর নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ’