জালেম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য সবাইকে জেগে উঠতে হবে: হারুন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে দিনাজপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

এ সংসদ সদস্য বলেন, আজ দেশের খেটে খাওয়া মানুষের দিন চলে না। এ জালেম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য সবাইকে জেগে উঠতে হবে। ২০২২ সালে শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজবেই বাজবে।

হারুন উর রশিদ বলেন, পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন বাংলাদেশের সাথে ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক। এ কথা বলার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ভারতের গোলামী করার জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। দেশে গুম ও হত্যার রাজনীতি বন্ধ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com