‘যারা ক্ষুধা-ঘুষ-দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে তারাই দুর্নীতি করছে’
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ‘যারা ক্ষুধা-ঘুষ-দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে আজ তারাই দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর এই কাজটি করে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম। এজন্য জমিয়তে উলামায়ে ইসলামকে দরকার।’
শনিবার (২৭ আগষ্ট) দুপুরে নীলফামারী আয়াত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও জেলা কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
মাওলানা আফেন্দী আরো বলেন, ‘ইংরেজ ও ব্রিটিশ বিরোধী সংগঠন হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম। এই সংগঠনটির অতীত ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।’ দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে তিনি এই সংগঠনের পতাকা তলে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।