ভোট ডাকাতির ইভিএম মেশিনে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না: সিলেট বিএনপি
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী বলেছেন, আওয়ামীলীগ ছাড়া দেশের সকল রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও এই নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএমএ ভোট করতে চাচ্ছে। এই ইভিএম সম্পর্কে দেশের বিখ্যাত প্রকৌশল ও প্রযুক্তি বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ড.জামিলুর রেজা চৌধুরী বলেছিলেন ইভিএম একটি নিম্ন মানের যন্ত্র, যাহা দিয়ে ভোট প্রয়োগের নিরপেক্ষতা যাচাইয়ের কোন ব্যবস্থা নেই। দেশের মানুষ যখন প্রচলিত পদ্ধতিতে নিজের হাতে ভোট দেয়ার অধিকার পায় না সেখানে ইভিএমের মাধ্যমে মেশিনের মাধ্যমে কিভাবে ভোট নিশ্চিত হবে। বিগত নির্বাচন গুলোতে আওয়ামী লীগ একবার বিনাভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে। এইবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায়। এই কমিশন বর্তমান সরকারের আনুকূল্যে, নির্বাচন কমিশন আওয়ামীলীগের দালাল হিসেবে কাজ করছে। তাই এই নির্বাচন কমিশনের অধিনে এবং ভোট ডাকাতির ইভিএম মেশিনে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না।এ ধরনের যড়যন্ত্রের নির্বাচন দেশবাসী প্রতিহত করবে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে পদত্যাগ করুন। একদলীয় নির্বাচন অনেক হয়েছে। এদেশের জনগণ আর মেনে নিবে না। একদলীয় ভাবে দেশ শাসন করে জনগণের অর্থ লুটেপুটে খেয়েছেন। এবার হিসাব দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এদেশের মালিক জনগণ। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের অধিকার আদায়ের বিএনপি রাজপথে থাকবে। এখন এক দফা এক দাবি এই সরকারের পদত্যাগ এর মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করে বিএনপি ঘরে ফিরবে।