সরকারকে জনগণ লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বের করে দেবে: সাইফুল হক
সরকারকে জনগণ লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বের করে দেবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সাইফুল হক বলেন, সরকার বাংলাদেশকে মগের মুল্লুক রাষ্ট্রে পরিণত করেছে। এখন নতুন নতুন নাটক তৈরি করে যাচ্ছে এ সরকার। ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে’। এখন খেলা হচ্ছে। বিএনপি ও বিরোধী দল থেকে শুরু করে সব দলের মিছিল মিটিংয়ে হামলা করা হচ্ছে। আপনারা যে খেলা খেলছেন, এভাবে সেই খেলা চালিয়ে যেতে চাইলে সরকারকে জনগণ লাল কার্ড দিয়ে এ দেশ থেকে বের করে দেবে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ কোনো সময় এমন বিপদের মধ্যে পড়েনি। সরকার গত দেড় বছর ধরে বাংলাদেশেকে একটি লুটের রাষ্ট্রে পরিণত করছে। আর এ লুটের সম্পদ বিদেশে পাচার করছে। বর্তমান সরকার এখন মেয়াদোত্তীর্ণ সরকার। মেয়াদোত্তীর্ণ এ সরকার মানুষের জন্য ক্ষতিকর হিসেবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আজ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা করা হচ্ছে। এই হচ্ছে আপনাদের খেলার নমুনা। একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, সরকার ভয়ংকর খেলা খেলছে। ইভিএমে জাতীয় ভোট হতে পারে না। ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে না জিততে পারলে নির্বাচনে জেতা যাবে না। তাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দিতে হবে।