মাগুরায় বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ১০-আটক ৬
মাগুরায় জেলা বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘষ হয়েছে। এতে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে এ হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে।
বিকেল ৩টার দিকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্যে জেলা শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থল অতিক্রম করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় সেখানে ৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বিএনপির ওই অস্থায়ী কার্যালয়।