বাংলাদেশে যারা দ্রব্যমূল্য বাড়ান তারা সবাই সরকারি দলের লোক: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশে যারা দ্রব্যমূল্য বাড়ান তারা সবাই সরকারি দলের লোক। এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আমাদের সেই বিশ্বাস আছে, আমরা লড়াই করে এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরব।
তিনি বলেন, বাংলাদেশের পুলিশ প্রধান অনেক দেনদরবার করে জাতিসংঘের ভিসা পেয়েছেন। কনফারেন্সের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশ প্রধান যে হোটেলে আছেন সেই হোটেলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নজরদারি করে রাখা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন।
মান্না পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, এমন কোনো কাজ করবেন না যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজকে এখানে আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ করত তাহলে কি রাস্তা বন্ধ করে দেওয়া হতো? উল্টো পুলিশ ভাইরা দূর থেকে তাদের দায়িত্ব পালন করত।