নোয়াখালীর সোনাইমুড়ীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৬
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির ২ নেতা হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সমাবেশে আসার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে সংঘর্ষ সোনাইমুড়ি বাজার ও আশপাশে এলাকায় ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার কথা জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, নোয়াখালী-১ (চাখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের সমাবেশে হামলা চালায়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হয়।