দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে একটা ‘দলনিরপেক্ষ’ সরকার প্রয়োজন: দুদু

0

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা মনে করি, দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে দলনিরপেক্ষ একটা সরকার প্রয়োজন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন করা না গেলে, দেশে যে সংকট তৈরি হয়েছে, তা থেকে মুক্তির আর কোনো পথ নেই।

দুদু বলেন, গত ৫০ বছরে এরকম মেরুদন্ডহীন নির্বাচন কমিশন (ইসি) এ দেশের জনগণ আর দেখেনি। ইসির এ ধরনের ভূমিকা পালন আমরা প্রত্যাশা করি না। তাই আমরা তাদের প্রত্যাখ্যান করেছি।

সরকারকে হুঁশিয়ার করে দুদু বলেন, নির্যাতন করে বাংলাদেশে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। আগামী দিন বিএনপির, আগামী দিন জাতীয়তাবাদের। এ দেশে যখনই ভয়াবহতা সৃষ্টি হয় তখনই বিএনপিকে প্রয়োজন পড়ে।

আমাদের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়াম্যানের নেতৃত্বে এর আগে জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা সম্ভব হয়েছিল। এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে সামরিক স্বৈরশাসককে বিতাড়িত করেছিলাম।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র আপনারা ভূলুণ্ঠিত করবেন না। এটার পরিণতি আপনাদের জন্য ভালো হবে না।

শনিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশ আজ এক অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি তেল সহ বিদ্যুৎ গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। এর সঙ্গে মানুষের নিরাপত্তার কোন নিশ্চয়তা নাই। বিশেষ করে এই দেশের নারীদের অবস্থা ভয়াবহ , পরিবহন থেকে শুরু করে নিজের বাড়িতেও তারা নিরাপদ নয়। ধর্ষণ হামলা মামলা নিত্যদিনের ঘটনায় রূপান্তরিত হয়েছে।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, বিএনপি সাতদিনের কর্মসূচি দিয়েছিল। ঢাকাসহ প্রতিটি মহানগর, জেলা, উপজেলা ইউনিয়নে সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সমাবেশে তারা আমাদের ওপর হামলা চালাচ্ছেন, রক্ত ঝরাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি।

সাবেক এ সংসদ সদস্য বলেন, এ দেশ থেকে যারা লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের একদিন জবাবদিহি করতে হবে। পাচারকৃত টাকা বিশ্বের যে দেশেই রাখেন না কেন, আগামীতে যে সরকার আসবে তারা তা ফিরিয়ে আনবে। তাছাড়া, লুটপাটের সঙ্গে জড়িতদের আইনে সোপর্দ করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com