চ্যাম্পিয়ন্স লিগে মেসি-নেইমারদের ম্যাচের সূচি বদলে দিচ্ছে ইহুদিদের ধর্মীয় দিবস
এবারের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হোম লেগ খেলায় ইসরায়েলি ক্লাব মাকাবি হাইফার মুখোমুখি হবে পিএসজি।
তবে মেসিদের বিপক্ষে নির্ধারিত দিনে খেলতে চায় না হাইফা। ম্যাচের সূচি পাল্টাতে চায় ক্লাবটি।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, সূচিতে পরিবর্তনের আরজি এরই মধ্যে উয়েফার কাছে পেশ করেছে মাকাবি হাইফা।
ধর্মীয় কারণে ইসরায়েলি ক্লাবটি সেদিন মাঠে নামতে চাচ্ছে না – এমনটাই জানা গেছে।
লে’কিপ জানিয়েছে, ইহুদি ধর্মাবলম্বীদের জন্য বছরের পবিত্রতম দিন হচ্ছে ‘ইয়ম কিপুর’ দিবস। আর পিএসজির বিপক্ষে হোম ম্যাচটি ঠিক সেদিনই হওয়ার কথা। সেজন্য উয়েফার কাছে ম্যাচের দিনক্ষণ বদলানোর অনুরোধ জানিয়েছে তারা।
ক্লাবটির ধর্মীয় আবেগের বিষয়টি আমলে নিয়েছে উয়েফা। ইতোমধ্যে সূচি পরিবর্তন করতে যাচ্ছে তারা। তবে পরিবর্তিত সূচিতে ম্যাচটি কখন মাঠে গড়াবে তা এখনো ঠিক করেনি উয়েফা।