নিত্যপণ্য, জ্বালানি তেল,পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল
নিত্যপণ্য, জ্বালানি তেল ,পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় বর্বোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (২৭ আগস্ট) সকালে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসস্ট্যান্ড থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
পরে মিছিলটি মহাসড়ক হয়ে উলাইল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন।
এ সময় ডা. সালাউদ্দিন বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দু’বছর জেলে আটক রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেননি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে আছেন। সারাদেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ অবৈধ সরকার।
তিনি বলেন, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, কোথায় উন্নয়ন? গ্রাম গঞ্জে অনেক আগেই হারিকেন বিদায় নিয়েছিল। কিন্তু আজকে আবারও কেন হারিকেন কিনতে হচ্ছে। সেই সঙ্গে নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।