বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়: কামরুল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মানে না, কমিশনের সংলাপে বসে না। তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়।
তাদের নির্বাচনে আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের প্রতি। বিদেশিদের সহায়তায় তারা নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে।
গতকাল শুক্রবার (২৬ আগস্ট) রাতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক খাদ্যমন্ত্রী বলেন, আগামী দিনে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন হবে। বিএনপি যদি এ নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এর আগে ১৫৪ আসনে নির্বাচন বর্জন করে তারা কিছুই করতে পারেননি। এখনো পারবে না।