চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি’র মিছিলে পুলিশি হামলা
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির মিছিলে পুলিশ হামলা করেছে । এ সময় ফাঁকা রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার, থানার ওসি ও বিএনপির নেতাকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালিপুর জহুরছড়া সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা-বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, ওসি কামাল উদ্দিনসহ আহত হয়েছেন ১৪ জন পুলিশ। এছাড়া পুলিশের ছোড়া ফাঁকা রাবার বুলেট আহত হয়েছেন ছাত্রদল-যুবদলের অন্তত ৩০ জন নেতাকর্মী।