আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সোহেল তাজ!
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। ওই প্রতিবেদনের পর থেকে তার সক্রিয় হয়ে ওঠার খবরও মেলে বিভিন্ন সূত্রে।
২০০৯ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন সোহেল তাজ। প্রায় ১৩ বছর পর তার ফিরে আসার খবর নিতান্তই আনন্দ বয়ে নিয়ে আসবে আওয়ামী লীগে, তা অনুমেয়। বৃহস্পতিবার রাতে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘুরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। লেখেন- ‘সভানেত্রীর কার্যালয়ে পুরনো সকল স্টাফদেরসহ সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। কাদের ভাইয়ের সাথে পথে দেখা হয়েছে আর বাহাউদ্দিন নাসিম ভাইয়ের সাথে কার্যালয়ে কিছুক্ষণ প্রাণবন্ত আলাপ হয়েছে। ’
সঙ্গে জুড়ে দেন কিছু ছবি যা দেখে বোঝা যাচ্ছে, সিনিয়র নেতারাও তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন।