জামিনে মুক্ত হয়ে সম্রাটের স্লোগান, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
জামিনে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহিদদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
এর আগে দুপুর আড়াইটা থেকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগান দিয়ে জড়ো হতে শুরু করেন যুবলীগের হাজারো নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চল, আমরা আছি তোমার সঙ্গে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। সম্রাটও এ সময় নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দেন।