রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে: শাজাহান খান
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার সর্বাত্মক চেষ্টা চালানোসহ আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালের দিকে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের উদ্দেশ্যে শাজাহান খান বলেন, বিএনপি বিদেশিদের কাছে শুধু নালিশ দিয়েই যাচ্ছে। বিদেশিরা আমাদের দেশে সহযোগিতা ও পরামর্শ দিতে পারে। কিন্তু এ দেশে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। দেশে আর কোনো দিন সামরিক শাসন কিংবা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, সেই সুযোগ কিংবা পরিবেশ নেই। সংবিধানেও এমন কিছু নেই। আর সেনাবাহিনী সেই কাজটি করবেও না। বিএনপি মনে করছে আন্দোলন-সংগ্রাম করে শেখ হাসিনার সরকারকে হটাবে। বর্তমান সরকার আন্দোলন কিংবা সংগ্রাম করে হটানোর মতো দল নয়। কেননা এই সরকার জনগণের ওপর ভিত্তি করেই রাজনীতি করে আসছে।