বিএনপি-জামায়াত দেশের জনগণকে পঙ্গু করে দেশের অর্থনীতি ভেঙে দিতে চায়: শিক্ষামন্ত্রী
বিএনপি-জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগের সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত দেশের জনগণকে পঙ্গু করে দেশের অর্থনীতি ভেঙে দিতে চায়। সতর্ক থাকুন, সজাগ থেকেই তাদের প্রতিহত করতে হবে, বলেন মন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১০টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আয়োজনে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কি রাজনীতি করে? তারা রাজনীতি করে না। তারা অপরাজনীতি করে। রাজনীতির নামে করে হত্যা, খুন, নাশকতা। সেগুলো রাজনীতির উপাদান হতে পারে না। তাদের কাজ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা, বিরোধীতা করাটাই তাদের রাজনীতি।