আ.লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়: আফরোজা আব্বাস

0

আ.লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, সরকার বলেছেন তারা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার। কোন জনগণ ভোট দিলো, তা আমাদের জানা নেই। কুকুর বিড়াল পাহারা দিয়েছে আর প্রশাসন ভোট দিয়েছে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের একটি রেস্টুরেন্টের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ভারত ইস্যু নিয়ে তিনি বলেন, তারা বিদেশে গিয়ে ভিক্ষা চায়। আমাদের ক্ষমতাকে চিরস্থায়ী করুন, আমাদের ভিক্ষা দেন। বিএনপি বিদেশে ভিক্ষা চায় না, দেশের গুম-খুনের অবস্থা বৈশ্বিকভাবে তুলে ধরছে। প্রধানমন্ত্রী নিজেও বলেন, ভারতকে অনেক কিছু দিয়েছি। কী দিয়েছেন জাতি তা জানতে চায়। দেশের জনগণ হিসেবে আমরা তা জানতে চাই।

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, তারা আমাদের বলে আন্দোলন করতে জানি না। আমাদের খেলার আহ্বান জানায় রাজপথে। বলে খেলা হবে। দেখি জনগণ কাদের সঙ্গে থাকে এই খেলায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com