তাইওয়ান সফর: কানাডাকে সতর্ক করল চীন

0

গত সপ্তাহে চীন জানতে পারে এ বছরের শেষে তাইওয়ান সফরে আসবে কানাডার সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল। যারা বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন।

এমন খবর পাওয়ার এক সপ্তাহ পর কানাডাকে সতর্কতা দিয়েছে চীন। তারা বলেছে, যদি কানাডার কোনো প্রতিনিধি তাইওয়ানে আসে তাহলে এবং চীনের ‘অভ্যন্তরীণ’ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে চীন ‘কঠোর ব্যবস্থা’ নেবে।

চীন দাবি করে তাইওয়ান তাদের অংশ এবং এ দ্বীপটিতে যে কোনো বিদেশী প্রতিনিধি আসার বিষয়টিতে বিরোধীতা করে তারা।

কানাডার প্রতিনিধি দলের সম্ভাব্য সফর নিয়ে সতর্কতা দিয়ে কানাডায় অবস্থিত চীনের দূতাবাস একটি বিবৃতিতে বলেছে, আমরা কানাডার প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা এক-চীন নীতি মেনে চলে এবং চীনের সার্বভৌমতা ও অখণ্ডতাকে সম্মান জানায়।

যদি কোনো দেশ চীনের অখণ্ডতা ও সার্বভৌমতাকে সম্মান না জানায় তাহলে চীন কঠোর পদক্ষেপ নেবে, যোগ করে দূতাবাস।

গত সপ্তাহে কানাডার সংসদ সদস্য জুডি গ্রো জানান, অক্টোবরে তাইওয়ানে বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল যাবে। চীন বা তাইওয়ানে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার ইচ্ছা নেই এসব প্রতিনিধিদের।

সূত্র: দ্য গার্ডিয়ান

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com