বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে পুলিশি হামলা-গ্রেপ্তারের অভিযোগ

0

সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে নাটোরে পুলিশি হামলা ও দিনাজপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে হরতাল পালনের সময় তিনি এ তথ্য জানান।

রাজেকুজ্জামান রতন বলেন, আমাদের হরতালে জনগণের সমর্থন রয়েছে, কারণ দাবিগুলো জনগণের। কিছুটা জনদুর্ভোগ হলেও তা মানুষের কল্যাণ হবে। অবিলম্বে আমরা জ্বালানি মূল্য কমানোসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধির অবসান চাইছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com