বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধ দিবসের হরতাল চলছে

0

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধ দিবসের হরতাল চলছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ হরতাল ডাকা হলেও হরতাল নিয়ে রাজধানীবাসীর মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অনেকটা ঢিলেঢালাভাবে হরতাল চলছে রাজধানীতে।

সকালে রাজধানীর খিলগাঁও, মালিবাগ, ফকিরাপুল, এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতো রাস্তায় গাড়ি চলছে। মানুষ কর্মক্ষেত্রে যাচ্ছে। দোকানগুলোও খুলতে শুরু করেছে। এসব এলাকায় হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

তবে, পল্টন, প্রেসক্লাব ও গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় হরতালের সমর্থনে বাম জোটের নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। এছাড়া পল্টন মোড়ে বাম জোটের কিছু নেতাকর্মীকে সড়কে অবস্থান নিয়ে বক্তব্য দিতে দেখা গেছে। এছাড়াও পল্টনের সড়কে কয়েয়বার যানচলাচল বন্ধ করার চেষ্টা করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। যদিও এই এলাকায় যানবাহন চলাচল করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com