যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ-পথ হারাবে না বাংলাদেশ: প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, খাদ্য সংকট হবে না। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ-পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—টা বিএনপির অন্তরের জ্বালা। বঙ্গবন্ধুর জীবন আদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাবে।
আজ বুধবার (২৪ আগস্ট) ঢাকায় বাংলামটরস্থ বিআইডব্লিউটিসি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু একটি দিন বা একটি আলোচনার মধ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি- তা নয়। প্রতিদিন আমরা মুজিব আদর্শকে ধারণ করে চলি। শেখ মুজিব হচ্ছেন আমাদের প্রেরণা, শেখ মুজিব হচ্ছেন আমাদের চেতনার নাম।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ আজকে মুজিব আদর্শে পরিচালিত হচ্ছে বলেই সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে। এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। এর একটি কারণ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।