স্বৈরশাসকের কবল থেকে জাতি আজ মুক্তি চায়: জামায়াত

0

জাতি আজ স্বৈরশাসকের কবল থেকে মুক্তি চায়। এজন্য দেশপ্রেমিক সকল দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামাীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সকল আশা-প্রত্যাশা একমাত্র আল্লাহর নিকট সোপর্দ করতে হবে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর যুদ্ধের ঘোষণা এসেছে। বিশেষ অবস্থার প্রেক্ষিতে জিহাদ ঘোষণার দায়িত্ব একমাত্র ইসলামী রাষ্ট্রের। কোনো ব্যক্তি বা গোষ্ঠি জিহাদ ঘোষণা করতে পারে না। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

আজ বুধবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বেশি বেশি আত্মসমালোচনা করতে হবে। অনেক সময় আমরা নিজেদের ত্রুটি-বিচ্যূতিগুলো ভুলে গিয়ে অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। অনেক সময় আমরা সামান্য বিপদেই হতাশ হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামের তপ্ত ইতিহাস অবশ্যই ইসলামী আন্দোলনের কর্মীদের বুকে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদরের যুদ্ধে তাঁর সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করেছিলেন বলেই আল্লাহর সেই কাঙ্ক্ষিত সাহায্য এসেছিল। আমরা যদি সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষা আল্লাহর সামনে পেশ করতে পারি, তাহলে আশা করা যায়, আমরাও আল্লাহর সাহায্য পাব, ইনশাআল্লাহ। হামলা-মামলা, গ্রেফতার, হয়রানি যা কিছুই আসুক না কেন, কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহর উপর সবর-এখতিয়ার করে সীসাঢালা প্রচীরের মতো ঐক্যবদ্ধভাবে সকল বিপদাপদের মোকাবিলা করতে হবে। এতে যদি জীবনও দিতে হয়, তবুও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যূত হবার কোনো সুযোগ ইসলামী আন্দোলনের কর্মীদের নেই।’

তিনি বলেন, বালা-মুসিবদসহ সকল অবস্থায় জনগণের পাশে দাঁড়াতে হবে। তাদের সকল অভাব পূরণ করতে না পারলেও তাদের সব দুঃখ-কষ্টের ভাগী হতে চায়। কেন্দ্রীয় কোনো নির্দেশনা এলে তা পালনে সর্বাত্মক চেষ্টা করতে হবে সংঘঠনের সকলকে।

নির্বাচন বিষয়ে জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। নির্বাচনের সেই পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি আমাদের আছে। নির্বাচনী জোটের বিষয়ে তিনি বলেন, অবস্থা এবং প্রেক্ষাপট দেখে জামায়াত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com