রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সমরাস্ত্র কিনতে আরও ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

0

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সমরাস্ত্র কিনতে ইউক্রেনকে আরও ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করতে পারে বাইডেন প্রশাসন। খবর আরব নিউজের।

ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটিকে সবচেয়ে বড় অঙ্কের সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন আজ বুধবার সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের ৩১ বছর উদযাপন করছে।

১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে কয়টি নতুন রাষ্ট্রের জন্ম হয়, ইউক্রেন তার একটি।

ফলে এবার ইউক্রেনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অনেকটা ভীতি ও শঙ্কার মধ্যে। জল, স্থল বা আকাশপথে রাশিয়ার হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com