গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষায় গণ-আন্দোলন গড়ে তুলুন: ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে অভাবের তাড়নায় মানুষের চরম নৈতিক অবক্ষয় হচ্ছে। দেশে এখন চরম ক্লান্তিকাল চলছে। ক্ষুধার দায়ে মা সন্তানকে বিক্রি করছেন। শহরের মানুষ গ্রামে ফিরছেন। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষায় গণ-আন্দোলন গড়ে তুলুন।
তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, হামলা-মামলা- চলছে। রাষ্ট্রীয় নির্যাতনের ‘আয়না ঘর’-এর সন্ধান পাওয়া যাচ্ছে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্যি কথা বললে আইসিটি আইনে মামলা হচ্ছে।
‘সব বাধা-বিপত্তি অতিক্রম করে মানুষ আজ তাদের মৌলিক ও গনতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে নেমে এসেছে। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের অধিকার রক্ষায় রাজপথের আন্দোলন সংগ্রামে থাকবে।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের ওপর বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে।
‘এ সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবকিছুর দামে আজ চরম ঊর্ধ্বগতি। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এভাবেই চলতে থাকবে।
তিনি বলেন, এ অবস্থা থেকে বাঁচতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী এ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে মাঠে নামতে হবে। এ সরকারের পতনের মাধ্যমে জনগণের অধিকার ফিরে আসবে।