সরকার নিজেদের লোকদের দিয়েই লুটপাট জারি রেখেছে: জোনায়েদ সাকি

0

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই সরকার কেবল ত্রাস সৃষ্টি করছে না, উন্নয়নের নামে নিজেদের কাজকে জায়েজ করার চেষ্টা করছে। কিন্তু তাদের উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে। সরকার নিজেদের লোকদের দিয়েই লুটপাট জারি রেখেছে। আর এ সরকারের বিরুদ্ধে যখনই মানুষ রাস্তায় নামে, তখনই ছাত্রলীগ-যুবলীগ দিয়ে হামলা চালানো হয়। গুম-খুন করা হয়। সারাদেশে বর্তমানে মানুষের ন্যায্য আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে। গণরোষে ভীত সরকারের মাথা খারাপ হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয়ের সামনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বিদ্যুৎ খাতে দায়মুক্তি আইন বাতিল করে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠন করার দাবি করেন। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন লাখ লাখ জনতার আন্দোলনে পরিণত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com