খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানাল চিকিৎসক

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইকো, ইসিজি, আলট্রাসোনোগ্রাম ও এক্সরে করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় তিনি এ কথা জানান।

এর আগে, বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশে চেকআপের জন্য উনাকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এনজিওপ্লাস্টি করার চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ইকো, ইসিজি, আলট্রাসোনোগ্রাম ও এক্সরে টেস্ট করা হয়েছে। রক্তেরও কিছু টেস্ট করা হয়েছে।

রিপোর্ট পাওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি। জাহিদ হোসেন বলেন, আমরা আশা করছি আগামী পরশুর মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়ে যাব। এরপর মেডিকেল বোর্ড বসে রিপোর্ট পর্যালোচনা করলে বিস্তারিত জানাতে পারব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com