নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

0

এশিয়া কাপের আগে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে অব্যহতি মিলবে বাংলাদেশের বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোর, তার জায়গা নেবেন বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স; এমন একটা গুঞ্জন দিনদুয়েক ধরেই ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। তবে সে গুঞ্জন সত্যি না হওয়ার সম্ভাবনাই বেশি। সাবেক ভারতীয় ক্রিকেটার ও একটা বড় সময় অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করা শ্রীধরন শ্রীরামকে প্রধান কোচ হিসেবে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সম্প্রতি বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক বিসিবি পরিচালক। তিনি বলেছেন, ‘শ্রীরামকে বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে বেছে নিয়েছি আমরা।’ তবে বাংলাদেশ দলের বর্তমান প্রধান কোচ ডমিঙ্গো অবশ্য পুরোপুরি দায়িত্ব হারাচ্ছেন না। সেই পরিচালক জানালেন, ‘টেস্ট দলকে নির্দেশনা দেওয়ার কাজটা আপাতত চালিয়ে যাবেন ডমিঙ্গো। নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ আছে আমাদের।’ তবে তার ভবিষ্যৎ নিয়ে শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসবে বিসিবি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com