আমাকে নিয়ে করা ৯৫ শতাংশ খবরই মিথ্যা: রোনালদো
দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সামগ্রিকভাবে সময়টা ভালো যাচ্ছে না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি নিজে নিয়মিত গোল করে দলে অবদান রাখলেও, দলীয় পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না।
গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ব্যর্থতার মাশুল দিয়ে চলতি মৌসুমে আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না রোনালদোরা, খেলতে হবে উয়েফা ইউরোপা লিগে। এ কারণে ইউনাইটেড ছেড়ে চ্যাম্পিয়ন লিগ খেলা ক্লাবে যেতে চান রোনালদো- এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই।
শুধু তাই নয় সংবাদমাধ্যমে গুঞ্জন রয়েছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস নিজ থেকে বেশ কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো নাকি রোনালদোকে কেনার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।
এ বিষয়ে এবার মুখ খুলেছেন রোনালদো নিজেই। তবে কোনো সংবাদমাধ্যমে নয়। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ফ্যান পেজের মন্তব্যের ঘরে রোনালদো জানিয়েছেন, গত কয়েকদিনে তাকে নিয়ে করা ৯৫ শতাংশ খবরই মিথ্যা।