এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছে না খোদ টিম ম্যানেজমেন্ট

0

ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপের আসর বসেছে মোট ১৪ বার। যেখানে পঞ্চাশ ওভারের ফরম্যাটে হয়েছে ১৩ বার, কুড়ি ওভারে ১ বার। যার মধ্যে ১৩ বার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ দল। অর্জনের খাতায় সাফল্য বলতে সব শেষ ৪ আসরের ৩ বারই রানারআপ। স্বাভাবিকভাবে এবার শিরোপার লক্ষ্যে মাঠে নামার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু সেই স্বপ্ন দেখছে না খোদ টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার আয়োজনে এবারের এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সম্প্রতি এই ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারছে না বাংলাদেশ দল। এজন্য হঠাৎ করে বদলে গিয়ে টাইগাররা এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, এমন স্বপ্ন দেখাতে চান না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আজ সোমবার (১৫ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘অবশ্যই আমরা ওই (ফিয়ারলেস) ধরণের ক্রিকেট খেলতে চাই। বলছি না, আমরা বাংলাদেশ হঠাৎ করে বদলে গিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাব। কিন্তু আমরা ওই পথটা ধরতে চাই কীভাবে এই ফরম্যাটে ভালো করতে পারি। ১২০ বলের খেলা আপনার সময়টা খুব কম যে আপনি ওই সিদ্ধান্তটা নিবেন। যেটা আমরা ওয়ানডেতে পারি।’

তবে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে পেয়ে খুশি সুজন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক। সেটিই দলের সাহায্য আসবে বলে মনে করেন সুজন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com