২৮ আগষ্ট ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের
২০২২ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই (২৮ আগষ্ট) ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। সেই ম্যাচে রোহিত শর্মাদের সামনে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ উইকেটের সেই হারের বদলা নেওয়া সুযোগ থাকবে। সেটা করতে হলে কী করতে হবে, সেটা ভারতকে বলে দিলেন সাবেক পাক স্পিনার দানিশ কানেরিয়া।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল ভারত। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি ফরম্যাট, বিশ্বকাপের যে কোনও লড়াইয়ে ভারতের বিরুদ্ধে সেটাই ছিল পাকিস্তানের প্রথম জয়।