বর্তমান সরকার হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে, ধাক্কা দিয়ে কাজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে, বিরোধীদলের তিনজনের ধাক্কায় সে পর্বত পড়বে না। কাজেই সামনের নির্বাচনে দেখা যাবে জনগণ কাদের মূল্যায়ন করেন।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে জেলা পরিষদ আয়োজিত কোভিট-১৯ মোকাবিলায় কর্মহীন ৫শ পরিবারের মধ্যে খাদ্য, বস্ত্র ও সুরক্ষা সামগ্রী এবং মানিকগঞ্জ প্রেসক্লাবসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে সারাবিশ্বে প্রভাব পড়েছে। সারাবিশ্বে জ্বালানি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। বিভিন্ন দেশে দাঙ্গা হাঙ্গামা চলছে। শ্রীলংকায় সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে জ্বালানি, খাদ্য, সার ও বিদ্যুৎ নেই। ইউরোপেও এর প্রভাব পড়ছে। সেখানেও রেশনিং শুরু হয়েছে ও ব্যাংকের সুদ বাড়িয়েছে। সমস্যা যখন পৃথিবীতে আসে এর প্রভাব কম-বেশি সব দেশেই পড়ে। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ, যে কারণে আমাদের দেশেও কিছুটা প্রভাব পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com