বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের আয়োজনে মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন ওই মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদের।